টস জিতে বল করতে নেমে টাইগার বোলারদের আগুন ঝরা বোলিংয়ে দুমড়ে মুচড়ে গেছে জিম্বাবুয়ের ব্যাটিংলাইন। বোলারদের একের পর আঘাতে একে একে খসে পড়েছে জিম্বাবুয়ের নামি-দামি সব তারকারা। ৭ ওভার শেষে স্কোর দাঁড়িয়েছে ৭ উইকেটে ৪১ রান।
প্রথম আঘাত হেনেছিলেন স্পিনার মাহদী হাসান। দলীয় ৮রানে ক্রেগ আরভিনকে শুণ্য রানে ফেরান তিনি। এরপর সাইফুদ্দিন এবং তাসকিনের দাপটে অসহায় হয়ে পড়ে জিম্বাবুয়ে।
শেখ মাহদী ২টি, তাসকিন ২টি এবং সাইফুদ্দিন ২টি উইকেট নিয়েছেন। একজন রান আউট হয়েছেন।
Leave a Reply