পাঁচবিবির স্কুলছাত্র হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদন্ড

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি :
    সময় : সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
  • ১২৮ Time View
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া এলাকার এসএসসি পরীক্ষার্থী আবু হোসাইনকে হত্যা মামলায় মা ছেলেসহ ৫ জনের মৃত্যুদন্ড এবং তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার  আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও  দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।এসেসসি পরীক্ষার্থী স্কুলছাত্র আবু হোসাইন (১৪ বছর তৎকালীন) হত্যা মামলার ১৪ বছর পর রায় ঘোষণার সময় আদলতে ৪ জন উপস্থিত ও ১ জন আসামির অনুপস্থিতিতে এ রায়ের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-  জেলার পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে রাফিউল (৩২), আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম (৪৯), কোকতারা গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন (৪৯), রুস্তম আলী ওরফে টুরার ছেলে গোলাম রব্বানী (৩৪) ও স্ত্রী সাহিদা বেগম (৪৮)।

তাদের মধ্যে আদালতে ৪ জন উপস্থিত ছিলেন- রব্বানী, রাফিউল, মোজাফফর হোসেন, সাহিদা বেগম ও  আমিনা বেগমকে পলাতক দেখানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে আবু তাহের তার পুকুর পাড়ে খড় তুলছিলেন, এসময় রব্বানী, আরিফুল, রাফেউল, রোস্তম আলী, মোস্তফা, ছাইদার রহমান, আমিনা বেগম ও সাহিদা বেগম একদলবদ্ধ হয়ে হাতে লাঠি ও লোহার শাবল দিয়ে  পুর্ব শত্রুতার জের ধরে মারপিট করে জখম করে। এসময় আবু তাহেরের ছেলে আবু হোসাইন এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে দেখতে পায় তার পিতাকে মারপিট করছে। আবু হোসাইন  দৌড়ে পিতাকে রক্ষার্থে দৌড় দিলে আবু হোসাইনকেও  মাথায় প্রচন্ড আঘাত করে। সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে  পাঁচববিবি পরে জয়পুরহাট ও বগুড়া থেকে ঢাকা ইবনেে সিনা হাসপাতালে ভর্তি করে।  সেখানে ২০১০ সালের ৩ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় আবু হোসাইনের মৃত্যু হয়।  ওই ঘটনায় নিহতের পিতা আবু তাহের বাদী হয়ে  ২০১০ সালের ৩ এপ্রিল পাঁচবিবি থানায় ৯জনের নাম উল্লেখ করে মামলা করেন।

পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস আই মুমিনুল হক ২০১০ সালর ৩০ জুলাই  আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষে  সোমবার আদালতের বিচারক এ রায় দেন।রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড.  নৃপেন্দ্রনাথ মন্ডল পি.পি ও এ্যাড. গোকুল চন্দ্র মন্ডল এ.পি.পি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান, হেনা হাবিব চপল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com