সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র (জেইউবি) ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে বগুড়ার সাংবাদিকপাড়া। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারনা।
ভোট গ্রহনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি ভোটারদের সমর্থনের বিষয়টি পরিস্কার হতে শুরু করেছে।
ইতোমধ্যেই সভাপতি পদপ্রার্থী, বর্তমান সাধারন সম্পাদক গণেশ দাসের প্রতি সমর্থন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি বর্ষীয়ান সাংবাদিক নেতা সৈয়দ ফজলে রাব্বী ডলার। তিনি গতকাল (রবিবার) ঐতিহাসিক সাতমাথায় সকলের সামনে গণেশ দাসকে সমর্থন জানিয়ে কোলাকুলি করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অপরদিকে, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আরেক বর্ষীয়ান নেতা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মমিনুর রশিদ সাইন আজ (সোমবার) সাতমাথা চত্বরে গণেশ দাসের হাত উঁচিয়ে সমর্থন ব্যক্ত করেন।
মমিনুর রশিদ সাইন বলেন, সাংবাদিক ইউনিয়ন পেশাজীবি সাংবাদিকদের সংগঠন। পেশাদার সাংবাদিকদেরকেই এই সংগঠনের হাল ধরতে হবে। যেকোন মূল্যে সাংবাদিক ইউনিয়নের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে।
এসময় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সাধারন সম্পাদক এস এম আবু সাঈদসহ সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৯মার্চ সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নির্বাচেন ভোট গ্রহন করা হবে। মোট ১০৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
Leave a Reply