চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেজয়ের জন্য বাংলাদেশকে ১২৫ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে বৃষ্টির ছোবল পড়েছে ম্যাচে। দফায় দফায় বৃষ্টিতে খেলা এই মুহুর্তে বন্ধ রয়েছে। ৭ দশমিক ২ ওভারে বাংলোদেশের স্কোর ১ উইকেটে ৪৪ রান। দলীয় ৫ রানের মাথায় ১ রান করে সাজঘরে ফিরে গেছেন লিটন দাস। ২৪ বলে ২৮ রানে অপরাজিত আছেন অভিষিক্ত তানজিদ তামিম, ১৭ বলে ১২ রান করে ক্রিজে আছেন অধিনায়ক শান্ত।
এর আগে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় বাংলোদেশ। টাইগার বোলারদের আগুনে বোলিংয়ে মাত্র ৩৯ রানেই ৭ উইকেট হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত ক্লাইভ মাদান্দি ও মাসাকাদজার সাহসীকতায় সব কয়টা উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। মাদান্দি ৪৩ এবং মাসাকাদজা করেন ৩৪ রান।
স্বাগতিকদের পক্ষে ৩টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। শেখ মেহেদী নিয়েছেন ২টি উইকেট। ২জন ব্যাটসম্যান রানআউট হয়েছেন।
Leave a Reply