নওগাঁর মহাদেবপুরে ভায়রার বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন মাহবুবুর রহমান নামে এক যুবক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ এপ্রিল) রাত ৯ টা ২০ মিনিটে মৃত্যু বরণ করেন তিনি। তার অকাল মৃত্যুতে অত্র এলাকাজুড়ে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে।
নিহত মাহবুবুর রহমান শেখ (৩৭) মান্দা উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের (সতীহাটের কাপড় ব্যাবসায়ী) আলহাজ্ব হবিবর রহমান শেখ এর ছেলে। মৃত্যুকালে তিনি বাবা, মা ও নববিবাহিত স্ত্রীকে রেখে গেছেন।
গত ৩ এপ্রিল (বুধবার) বিকেল সাড়ে ৩ টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার সোনার মোড়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।
নিহতের মামা কাপড় ব্যাবসায়ী আব্দুল হামিদ বলেন, আমার ভাগ্নে গত ৩ এপ্রিল (বুধবার)বিকেলে সতীহাট থেকে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ সোনার মোড় হয়ে বামনছাতা-কালিতলা এলাকায় তার ভায়রার বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলো। ওইসময় সোনার মোড় (সতীহাট পঞ্চমীতলা – শিবগঞ্জ মহাদেবপুর আঞ্চলিক সড়ক) এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ভুটভুটি গাড়ির চালক আকস্মিকভাবে ব্রেক করায় চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সে ওই ভুটভুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ভাগ্নে মাহবুবুর রহমান গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নে মাহবুবুর রহমান শনিবার রাত ৯ টা ২০ মিনিটে মৃত্যু বরণ করেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন,বিষয়টি অবগত নয়। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply