জয়পুরহাটে ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের কর্মশালা সমাপনী ও সনদ বিতরণ

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি:
    সময় : বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
  • ২৭ Time View

সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে জয়পুরহাটের বেসরকারী সংস্থা এনডিসি ফাউন্ডেশনের ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়েছে। ডেমক্রেসিওয়াচ এর সহযোগীতায় ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

জেলা সমন্বয়কারী মোছা: নাসিমা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য দেন আনসার ভিডিপি’র জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়া লিটারেসির প্রাথমিক ধারনা, সোশ্যাল মিডিয়ার হুমকি এবং ঝুকি, ইন্টারনেট নিরাপত্তা সম্পর্কিত প্রচলিত ধারণা, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা নিশ্চিত সহ যুবদের করনীয় বিভিন্ন বিষয়ে উপর প্রশিক্ষণ প্রদান করেন ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ কির।

বেকার যুবকদের আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষে এবং সামাজিক সহিংসতা রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহনের বিষয়ে আলোচনা করেন এনডিসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান সাজু, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সার্বিক বিষয়ের উপর আলোচনা করেন ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের রাজশাহী’র ক্লাস্টার কোঅর্ডিনেটর এস এ এম মহিউদ্দিন মনি, আদিবাসী নেতা রতন সিং।

কর্মশালায় আক্কেলপুর উপজেলার সকল ইউনিয়নের ৩০ যুবক-যুবতী অংশগ্রহন করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com