আসন্ন ১৮ এপ্রিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজটিকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার ঘোষিত ওই দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন সদ্যই অবসর ভেঙে ফেরা দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।
এই সিরিজে সাদা বলের ক্রিকেটের নেতৃত্বে ফিরেছেন বাবর আজম। আর নতুন করে দলে জায়গা পেয়েছেন ইরফান খান নিয়াজি ও সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার স্বপ্ন দেখা উসমান খান।
১৭ সদস্যের দলের পাশাপাশি রয়েছে ৫ সদস্য বিশিষ্ট একটি রিজার্ভ টিমও।
১৭ সদস্যের পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ইফতিখার আহমেদ, আজম খান, ইরফান খান নিয়াজি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, জামান খান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, ওসামা মীর, ফখর জামান ও আবরার আহমেদ।
রিজার্ভ টিম
হাসিবুল্লাহ, মোহাম্মদ আলী, সাহেবজাদা ফারহান, আগা সালমান ও ওয়াসিম জুনিয়র।
Leave a Reply