দিনাজপুরের ঘোড়াঘাটের মোজাম বিনোদন পার্কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অসামাজিক কার্যক্রম করার সময় ৫ নারীসহ ৫ জন খদ্দেরকে আটক করেছে আদালত।
২৪ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে অবস্থিত মোজাম বিনোদন পার্কে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। অভিযানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন।
অভিযান চলাকালে পার্কের আবাসিক রুমে অসামাজিক কার্যক্রম পরিচালনার সময় পৃথক কয়েকটি রুম থেকে পাঁচ জোড়া নারী-পুরুষকে আটক করে পুলিশ। পরে আদালত আটক ৫ খদ্দেরকে ৭ দিনের কারাদণ্ড এবং আটক ৫ নারীকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, পার্বতীপুর উপজেলার গুড়গুড়ী গ্রামের আব্দুল মাবুদের ছেলে আব্দুল কাদের (২২), মধ্যপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে গাউসুল আজম (২৭), নবাবগঞ্জ উপজেলার রোস্তমপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সুজাউল হক (৪০), শিবরামপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সারোয়ার (৩০) এবং হাকিমপুর উপজেলার ইটাই গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মতিয়ার রহমান (৪০)। অপরদিকে অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- শারমিন (৩০), মাহি (১৮), শ্রাবনী (৩৫), মারিয়া (২০) এবং মেয়ে মাহবুবা (২৫)।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে রোববার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দণ্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী আটক ব্যক্তিদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বেও উক্ত পার্কে একাধিকবার অসামাজিক কার্যকলাপের জন্য অভিযান ও আটকের ঘটনা ঘটেছে।
Leave a Reply