দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. সারোয়ার হোসেন মটর সাইকেল প্রতীকে ও ভাইস চেয়ারম্যান পদে মো. সেলিম রেজা মাইক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই অভিযোগেই দল তাদের বহিস্কার করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলো , ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. সারোয়ার হোসেন ও উপজেলা যুব দলের যুব বিষয়ক সম্পাদক মো. সেলিম রেজা।
এ বিষয়ে উপজেলা বিএনপি’র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী জানান, বিএনপির এই দুই নেতাকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কারের চিঠি আমরা হাতে পেয়েছি।
Leave a Reply