ঘোড়াঘাটে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত

 আজিজার রহমান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ৪:৪১ পূর্বাহ্ণ
  • ১৫১ Time View

 দিনাজপুরের ঘোড়াঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আরাধনা ও কীর্তনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান মহানাম যজ্ঞানুষ্ঠানের ও শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার শুরু হয়ে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা -রাতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘেড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফ খন্দকার শাহানশা।

তিনি এ সময় ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে সব সময় সকলের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি প্রকাশ কুমার সরকার,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাধারন সম্পাদক রিপন চন্দ্র সরকার, প্রচার সম্পাদক তিতাস মোহন্ত, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আজাদুল ইসলাম , আয়োজক কমিটির সদস্য ও রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক উৎপল কুমার সরকার প্রমূখ।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) থেকে আজ পর্যন্ত দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ ও কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দল নাম সুধা ও কীর্তন পরিবেশন করেন। আগামী সোমবার (১৮ফেব্রুয়ারী) দধিমঙ্গল ও মহিমায় মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com