দিনাজপুরের ঘোড়াঘাটে এই প্রথম সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাংলা ও ইংরেজি হাতের লেখা বিষয়ে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির২৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
১৯ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০ টায় উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রফিকুল ইসলামের পরিকল্পনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শাহিদুল ইসলাম, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এধরনের অনুষ্ঠান কোমলমতি শিশুদের মেধা বিকাশে উৎসাহ জোগাবে। প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী ৯ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হবে।
Leave a Reply