ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে ধান মজুদ রাখার দায়ে মো: শাহজামাল নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে ৪০০ বস্তা ধান মজুদ করায় শাহজামাল কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম বলেন, কৃষি বিপনন আইন ২০১৮ এর ৬(১) ধারা লংঘনের দায়ে ১৯(১)(ক) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ীকে ধানগুলো দ্রুত বাজার জাত করতে বলা হয়েছে। অন্যথায় তাহার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
Leave a Reply