ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫ টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরে ২ হাজার ৫৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে উপজেলার ৪ টি কেন্দ্রে এসএসসি ও ১ টি কেন্দ্রে দাখিল পরিক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র মতে , ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৯৪ জন, রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৮৭১ জন,ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৩ জন, রামেশ্বর দারুল হুদা ফাজিল মাদ্রাসায় দাখিল কেন্দ্রে ৩৬৭ জন ও এসএসসি ভোকেশনাল নুরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার বলেন, পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি ইতিমধ্য নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলার ৫ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Leave a Reply