গোবিন্দগঞ্জে পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগে সাংবাদিক সম্মেলন

গোবিন্দগঞ্জ অফিস:
    সময় : মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ
  • ২১০ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত ঘটনায় পুলিশের পক্ষপাতিত্বের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের ভুক্তভোগী ইমরানুর রহমান।
লিখিত বক্তব্য পাঠকালে ইমরানুর রহমান বলেন.তালুককানুপুর ইউনিয়নের দামোদরপুর মৌজার ৫৯ নং সিএস খতিয়ান ও ৬৪ নং এসএ খতিয়ানের ৬৮১, ৬৮৫ ও ৬৮৬ দাগের ৯০ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করে আসছেন। বর্তমান রেকর্ডও তার বাবার নামে রয়েছে। বর্তমান খতিয়ান নং ৫৪২ ও দাগ নং ৯৫৯। এ জমি ভোগদখল করা কালে গত ৭ ফেব্রুয়ারী একই গ্রামের লুৎফর রহমান (৪০) পিতা- মৃতঃ শামছুল হক, মোঃ জাফিরুল ইসলাম (৪২), মোঃ জাহিদুল ইসলাম (৩০) উভয়ের পিতা- মোঃ বাচ্চু মিয়া, মোঃ জুয়েল মিয়া (২৬), পিতা- মোঃ জাফিরুল ইসলাম, মোঃ লিজন (৩০) পিতা- মৃতঃ ছামছুল হক, রিপন মিয়া (৩৩) পিতা- মৃতঃ ময়েজ আলী, মোঃ আনারুল ইসলাম (৪৫) ও মোঃ সানোয়ার মিয়া (৩৬) উভয়ের পিতা- মৃতঃ গণি মিয়া, আনিছুর রহমান (৩০) পিতা- মৃতঃ আজিজার রহমান সম্পূর্ন অবৈধভাবে আমার লাগানো সরিষা ক্ষেতে পাওয়ার টিলার দিয়ে সরিষা বিনষ্ট করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় আমি গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ না করে ১৪ ফেব্রুয়ারী আমরা যখন ওই জমিতে ইরি ধান লাগোনোর জন্য চাষ করছিলাম তখন পুলিশ উল্টো হালচাষের ড্রাইভার হানিফা মন্ডল(৩০) আটক করে । আমরা এ বিষয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ জানায়, ওই জমিতে প্রবেশ করবে না মর্মে মুচলেকা দিয়ে আটককৃত ড্রাইভারকে নিয়ে যান। আমরা তখন পুলিশকে বলি জমি আমাদের এছাড়া ওই জমিতে আমাদের পক্ষে আদালত কর্তৃক স্ট্যাটাসকো রয়েছে । আমরা কেন মুচলেকা দেব। একথা বলার পর পুলিশ প্রভাবিত হয়ে পরের দিন মামলা দিয়ে আটককৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেন।

সাংবাদিক সম্মেলনে ইমরানুল হক বলেন,আমার মালিকানাধীন জমির লক্ষাধিক টাকার ফসল নষ্টকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার পরেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ না করে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা নিয়ে আমাদেরকে হয়রানি করছে। যেহেতু আমরা অসহায় তাই আমরা এখন নানা আতঙ্কের মধ্যে দিয়ে দিনাতিপাত করছি। এছাড়া আমাদের সকল কাগজপত্র সঠিক থাকার পরেও চাষাবাদে পুলিশ অসহযোগিতা করছে এজন্য আমরা দারুণ কষ্টের মধ্যে আছি। আমাদের দাবী পুলিশ আদালতের আদেশ ও আমাদের কাগজের ন্যায্যতা দেখে নিরপেক্ষ ভূমিকা পালন করুক সেই সাথে আমাদের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।

সাংবাদিক সম্মেলনের সময় ওই গ্রামের মোঃ বুদা শেখ, জহির মন্ডল, সোবহান সরকার, আব্দুল মান্নান,শফিকুল ইসলাম, জুয়েল মন্ডল, ডালিম মিয়া ও হানিফা মন্ডল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com