গোবিন্দগঞ্জে আবারো সন্ত্রাসী হামলা, ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

গোবিন্দগঞ্জ অফিস:
    সময় : সোমবার, এপ্রিল ১৫, ২০২৪, ১২:০৩ অপরাহ্ণ
  • ১৯২ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবারো সন্ত্রাসীদের হামলায় ২ জন গুরুতর আহত সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় সন্ত্রাসীরা ফ্রিজ সহ নানা দ্রব্যাদি লুট করে নিয়ে যায়।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে সাদ্দাম সরদার নামে এক কিশোর গ্যাংয়ের নেতৃত্বে শোলাগাড়ী ঈদগাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোজহারুল ইসলামের বাড়িতে হামলা চালায় । হামলায় ৮ জন গুরুতর আহত হয়। আহত মোজহারুলের ছেলে সজীব গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।আহত অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ অবস্থায় সোমবার দুপুরে ওই সন্ত্রাসীরা মোজহারুলের সমর্থক হিসেবে পরিচিত আল আমিনের বাড়িতে সশস্ত্র হামালা চালায় ।

হামলা কালে সন্ত্রাসীর আপন (১৮) ও ইয়াসিন (২২) নামে দুজনকে মারাত্মক আহত করে। সেই সাথে তারা আলামিনের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় । আগুন দেয়ার ফলে আলমিনের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে আলামিন অভিযোগ করেন। সেই সাথে তার বাড়ির ও ব্যাপক অংশ পুড়ে গেছে। পড়ে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আলামিন জানান সন্ত্রসীদের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। পথে বসা ছাড়া তার আর কোনো উপায় নেই।আগুন দেয়ার আগে সন্ত্রাসীরা তার দোকানের ফ্রিজ সহ মূল্যবান মালামালও লুট করে নিয়ে গেছে। এদিকে গুরতর আহত আপন ও ইয়াসিন কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। পাড়াকচুয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সংসদ প্রজন্ম কমান্ডের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামিউল হক নোমান অভিযোগ করেন গতকালের ঘটনার পর পুলিশ মামলা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতো তাহলে আজকের এ বিপুল পরিমাণ ক্ষতি হতো না ।

অভিযোগ দেয়ার পরও পুলিশ কোনো পদক্ষেপ না নেয়ায় সন্ত্রাসীরা আস্কারা পেয়ে আজকে আবারো হামলা করার সাহস পেয়েছে। গতকাল থেকে পুলিশের ভূমিকা ছিল রহস্যেজনক।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শামসুল আলম শাহ জানান, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com