গাবতলী আইডিয়াল স্কুলের ২৮তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোখলেছার রহমান, গাবতলী (বগুড়া) :
    সময় : সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১:০৯ অপরাহ্ণ
  • ২০৬ Time View

১৯ ফেব্রুয়ারি সোমবার ঐতিহ্যবাহী গাবতলী আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে ২৮ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

আয়োজন ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিদ্যালয়ের চেয়ারম্যান  মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছা: খোরশেদা নাসরিন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: রেজাউল বাড়ী, এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, অধ্যাপক সিরাজুল ইসলাম, ফুলবাড়ি গমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবাহান (ছানা),অধ্যক্ষ আ: রহমান,প্রভাষক মোর্শেদুর রহমান বাবুল সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন।

এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ শিক্ষাবিদ জনাব রায়হানুল হক রানা স্বাগত বক্তব্য রাখেন।এ সময় বক্তারা আইডিয়াল স্কুলের সাফল্যের কথা তুলে ধরেন ভবিষ্যতে বিদ্যালয়ের উওরোওর উন্নতি কামনা করেন। অনুষ্ঠানে খেলাধুলা, কবিতা আবৃওি,হামদ্,গজল,দেশগান,নৃত্য ও যেমন খুশি তেমন সাজতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী, অভিভাবকমণ্ডলী,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা মণ্ডলী একসাথে এক বিশাল প্রীতিভোজ এ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com