গাবতলীর দক্ষিনপাড়ায় গোয়াল ঘড়ে আগুন লেগে ২টি গরুর মৃত্যু

 আতাউর রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪, ৬:১৬ পূর্বাহ্ণ
  • ১০৫ Time View

 ১৭ই মার্চ দিবাগত রাতে বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়নে পাচপাইকা মন্ডলপাড়া গ্রাামের মৃত তবিবর রমানের পুত্র ছাবেদুল ইসলাম ওরফে হাল্লুর গোয়াল ঘড়ে আগুন লেগে ২টি গরু মারা গেছে এছাড়া দগ্ধ হয়েছে আরো ২টি।

রাত আনুমানি সাড়ে ১২টায় হাল্লুর গোয়াল ঘড়ে দাউদাউ করে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে ততক্ষনে গোয়াল ঘাড়ে থাকা ২টি গরু আগুনে পুড়ে মারা যায় ও ২টি দগ্ধ হয়।

হাল্লু জানান আগ্নিকান্ডে তার ৩লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। দক্ষিনপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান রায়হান কবীর সাধন, আলোর সন্ধানী সমাজ কল্যান পরিষদের চেয়ারম্যার মাহমুদুল হাসান শামিম আগুন লাগা স্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারের লোকদের শান্তনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com