গাবতলীর কৈঢোপ হিলফুলফুজুল সংগঠনের উদ্যোগে নগদ অর্থ বিতরন

 আতাউর রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
    সময় : শুক্রবার, মার্চ ২২, ২০২৪, ১:৫৫ অপরাহ্ণ
  • ১৩৫ Time View

যা কিছু ভাল তার সাথে আমরা । পবিত্র মাহে রমজান উপলক্ষে ও ঈদের আনন্দ সমানভাগে ভাগাভাগি করে নিতে ২২শে মার্চ বগুড়া গাবতলীর কাগ্ইল ইউনিয়নের কৈঢোপ হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে ৬০জন অসহায় ব্যাক্তির মাঝে নগত ৫শ টাকা করে প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে কৈঢোপ পুর্বপাড়া জামে মসজিদ চত্তরে সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের সভাপতি মুঞ্জ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সমাজসেবক এবিএম তফসের রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আলোর সন্ধানী মসমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামিম, মাওলানা মাহফুজার রহমান, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম, সহ-সভাপতি ওমর ফারুক খোকন, কোষাধক্ষ আব্দুল ওহাব. সদস্য আনছার আলী, সুমন, শাহিদ, ইব্রাহিম, ইমরান শাহিব প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারী আশরাফুল ইসলাম ওলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com