বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে এক বৃদ্ধ মহিলাসহ ৩টি বিদেশী গরু ও দুটি পরিবারের ঘরবাড়ী আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা মন্ডলবাড়ী গ্রামে। জানা গেছে, উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা মন্ডলবাড়ী গ্রামের মৃত নমির উদ্দিন মন্ডলের ঘর জামাই মোস্তাফিজারের বসতবাড়ীতে তার বৃদ্ধ শ্বাশুড়িকে নিয়ে বসবাস করে আসছিলেন। গত ১৯ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২টার সময় তার ঘরের একটি বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরিত হয়ে প্রথমে ঘরের বেড়াতে আগুন লেগে । পরে ওই আগুন অতি দ্রæত ছড়িয়ে পড়ে মোস্তাফিজারের বৃদ্ধ শ্বাশুড়ি কাবাসী বেগম (৭৫) পুড়ে মারা যান। এ সময় গোয়াল ঘরে থাকা ৩টি বিদেশী গরু, ঘরে রাখা নগদ ৮০হাজার টাকাসহ আসবাবপপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় মোস্তাফিজারের ঘরের সাথে লাগানো লাল মিয়া ফকিরের ৩টি বসতঘর আংশিক পুড়ে দুই পরিবারের প্রায় ৬লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গাবতলী ফায়ার সার্ভিস অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। গাবতলীর ইউএনও নুসরাত জাহান বন্যা, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সরকারীভাবে সকল প্রকার অনুদান প্রদান করার আশ্বাস দেন।
Leave a Reply