জাতীয় স্থানীয় সরকার দিবস ও পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে র্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার, এ্যাসিল্যান্ড মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম, কৃষি অফিসার মেহেদী হাসান, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া ও জনস্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন।
সভা শেষে প্রধান অতিথি কোরআন শরীফ, সিমকার্ড, টিসিবির কর্মসূচীর স্মার্ট ফ্যামিলি কার্ড এবং ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাই সাইকেল বিতরণ করেন।
এ সময় ইউপি চেয়ারম্যানগণ, সরকারী কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরআগে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম উপজেলার বিভিন্নস্থান পরিদর্শন করেন।
Leave a Reply