শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের হিজলী দক্ষিণপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সকাল সাড়ে ৭ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
বিকেল ৩ ঘটিকায় কৈঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ পিপিএম(সেবা), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ূন আলম চাঁন্দু,কাগইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড শাহাদাত হোসেন, নজরুল ইসলাম বাদশা,থানা পুলিশের ফোর্সসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। বাদ আসর জানাযা শেষে মরহুম মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply