১৭ই ফেব্রুয়ারী শনিবার বগুড়া জেলার গাবতলী উপজেলার ডঙর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন ৪২-বগুড়া- ৭ আসনের সংসদ সদস্য ও বিএমএ বগুড়া’র সভাপতি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
পরিদর্শনকালে ডঙর কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমীনা পারভীন। পরে তিনি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং সার্বিক খোজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাঃ আজমিরুল হক সরকার, উপজেলা হেড ক্লার্ক হেলাল উদ্দিন, ডঙর কমিউনিটি ক্লিনিকের সভাপতি সারেয়ার জাহান মিলন, সুখানপুকুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হুমায়ন কবির ইমরান, ডঙর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মশিউর রহমান বিপ্লব, উপজেলা ইপিআই টেকনিশিয়ান আলামিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক অনুপম কুমার, সিএইচসিপি তৌফিকুর রহমান রনি, আব্দুল্লাহ আল মামুন, এইচএ সাফিনুর আকতার, এফডাবলুএ সুদক্ষিণা রানী, তহমিনা আকতার প্রমুখ।
Leave a Reply