স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া গাবতলীর দক্ষিণপাডা আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পাচপাইকা গ্রামের অসহায় ৩টি পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ই ফেব্রুয়ারি আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীমের ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন মিনহাজুল কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় প্রেসিডেন্ট আবু সাঈদ মাহবুব, মানকৈর রমজান ট্রেডার্স রমজান ট্রেডার্স স্যানেটারির প্রোপাইটার আরিফ মাহমুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে গত ১৬ই ফেব্রুয়ারি বগুড়াা সদরের নন্দীপাড়া হযরত ওমর ( রাঃ)- টুকু মোল্বা ক্বওমি হাফিজিয়া মাদরাসায় নলকূপ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আলোর সন্ধানী কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম, মাদরাসার মুহ্তামিম হাফেজ মাওলানা জোবায়ের হোসেন, মাদরাসার জমিদাতা টুকু মোল্লাসহ মাদরাসার শিক্ষার্থীরা।
Leave a Reply