ক্রিকেটারদের বৈঠকে তামিমের ভূমিকা জানালেন বোর্ড সভাপতি

স্পোর্টস ডেস্ক:
    সময় : শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ
  • ১৯ Time View

গত পরশু সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার বিপিএলের পারিশ্রমিক নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা বলেন। সেখানে ক্রিকেটাররা স্বতঃপ্রণোদিত হয়ে বিসিবি সভাপতির কাছে পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও যেন বিপিএলটা ঠিকঠাকমতো আয়োজনের কথা বলেন। ক্রিকেটারদের সেই বৈঠক নাজমুল-মিরাজরা ছাড়াও ছিলেন তামিম ইকবাল।

আজ ক্রিকেটারদের বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ক্রিকেটারদের পাকিস্তান জয়ের বোনাস দেওয়ার পর সাংবাদিকেরা তাঁকে এ প্রশ্ন করেন। তিনি উত্তরে বলেছেন, ‘তামিম এসেছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এ রকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’

পরে যোগ করেন, ‘এখন যেহেতু কঠিন সময়, এতে আমাদের লিগগুলো, বিপিএল—এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে কী হতে পারে।’

তামিম যে এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নেননি, সেটি উল্লেখ করে ফারুক আহমেদ বলেছেন, ‘আপাতত ক্রিকেটার (হিসেবেই এসেছেন তামিম)। অবসর নিয়েছে নাকি?’

ক্রিকেটারদের বোনাসের প্রসঙ্গে ফারুক আহমেদের বক্তব্য, ‘আপনারা সবাই জানেন, আজকে ক্রিকেট বোর্ডেরই একটা অনুষ্ঠান ছিল। আমরা ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদিও পাকিস্তান সফরের ফলাফলের পর দেখা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন। আজকে তিনি বিশেষভাবে আলাদা করে দেখা করতে চেয়েছেন। আপনারা জানেন, কালকে দল ভারত সফরে চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সফর। এ জন্য মূলত আজ এ আয়োজন।’

বোনাসের একটা অংশ ক্রিকেটাররা বন্যায় ক্ষতিগ্রস্তের দিতে চান বলে জানান বিসিবি সভাপতি। তাঁর কথা, ‘আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি। বন্যা গেল, তারপর এত ছাত্র-জনতা স্ট্রাগল করছে…২০ হাজারের মতো। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তাঁরা (বোনাসের) একটা অংশ দেবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com