বগুড়ার কাহালুর চঞ্চল্যকর রেদওয়ান হত্যা কান্ডের স-স্বীকৃত খুনি আবুল কাশেম ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবীতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবীস।
সোমবার বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত কাহালুর জনবহুল এলাকা রেলওয়ে চারমাথা এলাকায় পাতাঞ্জো গ্রামের শতাধিক নারী পুরুষ মানববন্ধন করেন । মানববন্ধন শেষে কাহালু প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন রেদওয়ানের বাবা মেরাজুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত (৫ এপ্রিল)শক্রবার তারাবি নামাজ থেকে তার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে সু-পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। হত্যা কান্ডের পর পুলিশ একই গ্রামের আব্দুল কাদের এর ছেলে আবুল কাশেম (১৯)সহ ৪ ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে ৩ জনকে ছেড়ে দিয়ে শুধু মাত্র স-স্বীকৃত খুনি আবুল কাশেমকে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করেন। হত্যাকান্ডের ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ অন্যান্য আসামীদেও গ্রেফতার করতে পারেনি।
তাদের ধারণা স-স্বীকৃত খুনি আবুল কাশেম সে দিন তারাবির নামাজে উপস্থিত ছিলনা। তাদের প্রশ্ন ৮ রাকাত নামাজ আদায়ের পর রেদওয়ানকে যে,ব্যক্তি মসজিদ হতে ডেকে নিয়ে গেল সে এখনও কেন ধরা ছোয়ার বাহিরে ? তাদের সুস্পষ্ট ধারনা এটি একটি সু-পরিকল্পিত হত্যাকান্ড।
পুলিশ গ্রেফতারকৃত আবুল কাশেমকে রিমান্ডে এনে সঠিক ভাবে জিজ্ঞাসাবাদ ও অধিক তদন্ত করলে দ্রুত হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
এব্যাপারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা সহ কলম সৈনিক ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করন।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন, গ্রামের বাসিন্দা নওয়াব আলী, জিয়াউর রহমান, দেলয়ার হোসেন, শাপলা সহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply