১ মে আন্তাজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে কাহালুতে উপজেলা মৎস্য শ্রমিক ইউনিয়ন,উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদ, মোটর শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সকাল সাড়ে ৮ টায় উপজেলা মৎস্য শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক র্যালী ইউনিয়নের শাখা সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে বের করা হয়।র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে সংলগ্ন মৎস্য সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মেহেদী হাসান লিখুনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া পশ্চিম জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা,বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্ঠা আলহাজ্ব শহীদুর রহমান সবুজ,মাওঃ আবু ইউসুফ,কাহালু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক আব্দুল হান্নান,উপজেলা মৎস্য সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক ফকির , কাহালু পৌর সভার সাবেক কাউন্সিলর আছমা বেগম প্রমুখ।
অপর দিকে উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের উদ্যোগে পরিষদের নিজস্ব কার্যালয়ে মহান মে দিবসের কর্মসুচীর উদ্বোধন করা হয়। কর্মসুচীর উদ্বোধন করেন কাহালু উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ। কাহালু উপজেলা গৃহ নির্মাণ উপ- পরিষদ সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাসিবুল হাসান কবিরাজ সুরুজ।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু,প্রধান উপদেষ্ঠা কাহালু সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী,উপজেলা গৃহ নির্মাণ উপ-কমিটির সাধারণ সম্পাদক আছাদ আলী প্রমুখ।
এছাড়া বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কাহালু উপজেলা শাখার উদ্যোগে, শাখা সভাপতি আব্দুল মান্নান ,সেক্রেটারী আলম, শ্রমিক লীগ সভাপতি রেজাউল ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে এক র্যালী অনুষ্ঠিত হয়।
Leave a Reply