বগুড়ার কাহালু পৌর এলাকার সাগাটিয়ায় এক পাষন্ড পিতার ছুরিকাঘাতে শিশুকন্যা রাহি মনি (৭) নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৮ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাহি মনি সাগাটিয়া গ্রামের অোব্দুর রহিমের মেয়ে।
জানা যায়, কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের আব্দুর রহিম তার শিশু কন্যা রাহি মনিকে পড়তে বসতে বললে সে পড়তে না বসায় আব্দুর রহিম রাগান্বিত হয়ে তার হাতে থাকা ব্যাগ দিয়ে মেয়ে রাহি মনির শরীরের উরুতের উপরে স্বজোরে আঘাত করে। ব্যাগের ভিতরে থাকা ছুরি রাহি মনির শরীরের উল্লেখিত স্থানে ঢুকে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। রাহি মনি কাহালু সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
পুলিশ অভিযান চালিয়ে দুপুরের দিকে পিতা আব্দুর রহিমকে কাহালু সাব- রেজিস্ট্রি অফিস এলাকা থেকে গ্রেফতার করেছে।
আব্দুর রহিম কাহালু পৌর এলাকার সাগাটিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র। সে দিনমজুরের কাজ করতো।
এই ঘটনায় বগুড়ার সহকারী পুলিশ সুপার নন্দীগ্রাম (সার্কেল) ওমর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply