জয়পুরহাটের কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ওসমান গণির সভাপতিত্বে “দুনিয়ার মজদুর এক হও-শ্রমিক ঐক্য জিন্দাবাদ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মে ‘মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উদযাপন উপলক্ষ্যে বুধবার, ৯ টায় র্যালির পর আলোচনা সভাশ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত, কালাই পৌরসভার মেয়র মোছাঃ রাবেয়া সুলতানা। এছাড়াও কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ছানোয়ার হোসেন ছানা, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন মামুন, ব্যবসায়ী আব্দুল গফুর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শ্রমিক, ব্যবসায়ী,শ্রমিকনেতা ও সুধী উপস্থিত ছিলেন।
Leave a Reply