সংসারের বোঝা বইতেই কাঠের জোয়াল কাঁধে নিয়ে ঘানি টানছে আমিনুর। জীবন জীবিকার তাগিদে সৎ পথে কঠোর পরিশ্রম করে সংসার নামক পরিবারের সদস্যদের দু-বেলা দু-মুঠো খাবার তুলে দিতে অক্লান্ত পরিশ্রম করে কাঠের ঘানির জোয়াল কাঁধে তুলে নিয়েছেন এই যুবক।
গাবতলী উপজেলার দাসকান্দি গ্রামের সায়েরদ্দিনের পুত্র আমিনুর তার পিতার রেখে যাওয়া তেল মারাই করা কাঠের ঘানিটি আজও যন্ত করে রেখেছেন তিনি। আগে গরুর সাহায্যে তেল মাড়াই করতো তার বাবা।
সংসারে অভাব অনটন থাকায় গরু কিনতে না পেরে তিনি নিজে গরুর জোয়াল কাঁধে নিয়ে ঘানি টানার কাজ করছেন। কাজটি অত্যন্ত পরিশ্রমের হওয়ায় তার বৃদ্ধ মা ও তার স্ত্রী তাকে ঘানি টানার কাজে সহযোগিতা করেন। আমিনুর জানান, সংসারের অভাব অনটন ঘানি টানতে গরু কিনতে পারছি না সংসার চালাতে যে পরিমাণ ব্যয় হয় তা জোগাড় করা আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে গরু কিনবো কি করে।
তিনি আরো বলেন, প্রতিদিন ঘানিতে ৫ থেকে ১০ কেজি সরিষা ভেঙে তেল বের করি এতে খর্চ্চা বাদে দুই থেকে ৩০০ টাকা আয় হয়। এত অল্প আয়ে বর্তমান বাজারে আমার পক্ষে সংসার চালানো কঠিন সাধ্য হয়ে পড়েছে তার ওপর ছেলেমেয়েদের পড়াশোনার খরচা কোন কুল কিনারা পাচ্ছিনা । বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন তাই সৎ পথে বাপের রেখে যাওয়া কাঠের ঘানিটিতে তেল মারাইয়ের পেশা বেছে নিয়েছি। তিনি স্থানীয় জনপ্রতিনিধি সমাজের বিত্তবান ও দেশের সমাজ পতিদের কাছে সহযোগিতার আশা করেছেন।
Leave a Reply