কাউন্সিলর এরশাদের ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ

Reporter Name
    সময় : সোমবার, এপ্রিল ৮, ২০২৪, ৪:২৪ পূর্বাহ্ণ
  • ১৪৬ Time View

বগুড়া পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ এর আয়োজনে রবিবার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জামিলগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করতোয়া গ্রুপের চেয়ারম্যান লায়ন মোজাম্মেল হক।

কাউন্সিলর এরশাদ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন – ” শুধু ঈদে নয় সারা বছরব্যাপী আপনাদের পাশে থাকার চেস্টা করেছি। ব্যক্তিগত আয়োজনে রমযান মাসব্যাপী ৩০০০ রোজাদারদের ইফতার বিতরণ কর্যক্রম সম্পন্ন হয়েছে ৷ ২৭,২৮ ও ২৯ রমযান পর্যন্ত কমপক্ষে আরোও ২০০০ মানুষের জন্য ঈদ উপহার বিতরণ করা হবে । ” ব্যক্তিগত ও সুধীদের সহায়তায় ঈদ উপহার ব্যবস্হা হয়েছে বলে তিনি জানান ।

প্রধান অতিথি মোজাম্মেল হক বলেন- ” কাউন্সিলর এরশাদ সামাজিক কার্যক্রম অনেক আগে থেকেই করে । সাধারণ মানুষের জন্য সাধ্যমত করে বছরব্যাপী । আপনারা তার জন্য দোওয়া করবেন – সে যেন সুস্থ্য থাকে এবং আপনাদের জন্য আরোও করতে পারে । ” তিনি কেমন মানুষ এমন প্রশ্নে উপস্হিত জনতার উচ্ছ্বসিত জবাবে কাউন্সিলর এরশাদকে এমন আয়োজন করায় ধন্যবাদ দিয়ে তাঁর বক্তব্য শেষ করেন৷

রবিবার তা’লিমুল ইসলাম মডেল মাদরাসায় প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়, আগামীকাল আরোও প্রায় ১৫০০ মানুষের মাঝে বিতরণ করা হবে । প্রতিটি ঈদ উপহার প্যাকেজে সেমাই, চিনি’র সাথে চাল বা শাড়ী অথবা লুঙ্গী আছে । আগামীকাল সরকারী বরাদ্দকৃত ১০০ জন মানুষের মধ্যে ১ মেট্রিক টন চাল বিতরণ করা হবে । অপ্রতুল এই বরাদ্দের সাথে কাউন্সিলর এরশাদ জানান, ব্যক্তিগত এবং সুধীজনদের সহায়তায় আরোও প্রায় দুই হাজার মানুষের জন্য তার ঈদ উপহার আয়োজনের পরিকল্পনা রয়েছে । অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন, সি বি ও প্রতিনিধি আলিফ মাহমুদ, সাগর, জামিলনগর যুব সংঘের স্বেচ্ছাসেবক রিয়াজ, সুমন,আবিদ, জিহান সহ আরোও অনেকে ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com