ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে প্রথম রোজায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রতি বছরের ন্যায় এবারও কোন ব্যত্যয় ঘটেনি এ আয়োজন। ইফতার মাহফিলে শতাধিক এতিম বালক-বালিকা ও ওলামা মাশায়েখ -এর উপস্থিতিতে ইফতার শেষ হয়।
ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টিকে থাকতে পারবে না। এ সরকারও টিকবে না। স্বৈরাচার এ সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েস্বর চন্দ্র রায়, ড. আবদুর মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুর কবির খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচার, জুলুমবাজ সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টিকে থাকতে পারে না। এ সরকারও টিকবে না। স্বৈরাচার এ সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে ইফতারে অনেক পরিবর্তন এসেছে বলে জানান তিনি।
স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, স্বাধীন দেশের ওপর কেউ মাতব্বরি করতে পারবে না। দেশের মানুষ একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বাস করবে। বাংলাদেশকে ছোট করে কেউ কোন দিন কিছু করতে পারবে না। এই দেশ তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
Leave a Reply