সরকার ঘোষিত শতকরা ৫ ভাগ বিশেষ সুবিধা প্রদান ও বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক নর্দাণ ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো ) পিএলসির শ্রমিক কর্মচারীদের ২০২২ এবং ২০২৩ অর্থ বছরের প্রাপ্য এপিএ বোনাস সহ বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার থেকে চলমান কর্মবিরতির ফলে গ্রাহকরা চরম দূর্ভোগে পড়েছেন।
কর্মবিরতিকালে প্রতিটি অফিসে বিদ্যুত গ্রাহকরা সেবা নিয়ে গিয়ে সেবা পাচ্ছেন না। নেসকো পিএলসি এর অধীনস্থ রাজশাহী ও রংপুর বিভাগের অধীনস্থ ১৬ জেলায় কর্মরত প্রায় ১২ শত শ্রমিক কর্মচারী প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রেখে দাবীর স্বপক্ষে মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করছেন।
এ লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া শহরের সাতমাথাস্থ নেসকো বিক্রয় ও বিতরন বিভাগ -১ ও ২এর অফিস চত্বরে মিছিল সমাবেশ করেন শ্রমিক কর্মচারীরা।
নেসকো বিদ্যুৎ শ্রমিকলীগ বগুড়া হেলা উপ কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন শ্রমিক নেতা সাইফুল আলম, মোশারফ হোসেন, সাজেদুর রহমান সাজু , রাশেদুল আলম, সোহাগ হোসেন, আবুল খায়ের, সাজু আহমেদ বকুল, হাসান আলী মিয়া, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, খন্দকার মোঃ নাজমুল হুদা প্রমুখ।
সমাবেশে সাধারন সম্পাদক আলতাফ হোসেন বলেন, দাবী পূরন না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত বগুড়া সহ উত্তরান্চলের ১৬ জেলায় ২ ঘন্টা কর্মবিরতি চলবে। তিনি বলেন, পিডিবির অন্যান্য কোম্পানীর শ্রমিককর্মচারীরা বিশেষ ভাতা পেলেও নেসকোর কর্মীরা পাননি। এতে তারা হতাশার মধ্যে রয়েছেন। তিনি কর্মসূচী সফল করতে সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply