ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, ইসরাইলের তাদের হামলার খবর এখনো আসছে। তবে প্রাথমিক ইরানি মূল্যায়ন হলো এই যে অভিযানটি ‘যে পর্যায়ের সাফল্য এসেছে, তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।’ রাষ্ট্রীয় মিডিয়াকে আজ রোববার তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই অধিকৃত ভূখণ্ডের লোকজন, জায়নবাদী কর্মকর্তা এবং সন্ত্রাসী এবং জায়নবাদী সরকারের দখলদার সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্র এই মুহূর্তে এসব হামলার বাস্তব প্রভাব অনেক ভালোভাবে জানে।’
সালামি বলেন যে ইরাক, জর্ডান এবং এমনকি সিরিয়ার কিছু অংশেও যুক্তরাষ্ট্র ও ফ্রান্স আকাশপথে সুরক্ষা দিয়েছে। কিন্তু তবুও শত শত ড্রোন, ক্রুজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘আমরা আরো বড় আক্রমণ করতে পারতাম। কিন্তু আমরা আমাদের সক্ষমতা সীমিত রেখেছি যা জায়নবাদী কর্তৃপক্ষ পর্যন্ত সীমিত রেখেছে, যা ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে আমাদের প্রিয় কমান্ডারদের শহিদ করেছে।’
তিনি বলেন, অভিযানটি ছিল খুবই সফল এবং আমাদের প্রত্যাশার চেয়ে বেশি। জায়নবাদীরা অবশ্যই যা ঘটেছে, তা থেকে শিক্ষা গ্রহণ করবে।
সামরিক বাহিনীর প্রধানের বক্তব্য
ইরান আবারো ইসরাইলকে সতর্ক করে বলেছে দেশটি যদি ইরানের হামলার কোনো জবাব দেয়ার চেষ্টা করে তাহলে পরে আরো বড় পদক্ষেপ নেবে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ইসরাইল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমাবর্ষণের চেয়েও বড় কিছু হবে ইরানের প্রতিক্রিয়া।
দেশটি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে যে ইসরাইলি প্রতিশোধকে সমর্থন দিলে সেটি যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
এদিকে জাতিসঙ্ঘে ইরানি মিশন জাতিসঙ্ঘ সনদে আত্মরক্ষার যে ধারা আর্টিক্যাল ৫১ সেটি উল্লেখ করে বলেছে, দেশটি মনে করেছে ‘বিষয়টি …শেষ হয়েছে’। একই সাথে দেশটি ইসরাইলকে আর কোনো ভুল না করার জন্য সতর্ক করেছে।
Leave a Reply