ইউনিক পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
    সময় : শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ২:১০ অপরাহ্ণ
  • ১৯৯ Time View

বগুড়ায় ইউনিক পাবলিক স্কুলের ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন  নারী উদ্যোক্তা ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্যের সহধর্মিনী জোবাইদা আহসান জবা। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তনছের আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে। কোমলমতি শিক্ষার্থীদের সবদিক থেকে পারদর্শী করে তুলেতে অভিভাবক ও শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।

সিনিয়র শিক্ষক সাঈদ যুবায়ের পিনুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী। সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল বারী ঈশা, সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, প্রগ্রেস পাবলিক স্কুলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কিন্ডার গার্টেন কল্যাণ এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ইউনিক পাবলিক স্কুলের কো-চেয়ারম্যান মাফরুহা জোয়ায়রা। এসময় উপস্থিত ছিলেন ইউনিক পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মানিক রতন, সিনিয়র শিক্ষক ইশরাত সুলতানা সাবরিন নদী, সালমা পারভীন, নূরে আক্তার বিথী, আব্দুস সবুর সবুজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com