লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রখ্যাত আলেম ও বাংলাদেশ মসজিদুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা লুৎফুর রহমানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
এ সময় তিনি সমবেত মুসল্লিদের নিয়ে দোয়া পরিচালনা করেন।
শুক্রবার (১৫ মার্চ) কবর জিয়ারত শেষে বদরপুর দারুল কুরআন মাদরাসা মাঠে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন জামায়াতের সদ্য কারামুক্ত আমির।
জেলা আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, কেন্দ্রীয় বায়তুলমাল সেক্রেটারি ও সাবেক বগুড়া জেলা আমির অধ্যাপক সাহাব উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, আল্লামা লুৎফুর রহমানের বড় ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।
উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নাজির আহমদ, এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, মমিন উদ্দিন পাটওয়ারী, সরদার সাইয়েদ আহমদ প্রমুখ।
আমিরে জামায়াত বলেন, ‘যারা সৎপথে চলে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। ইসলামী আন্দোলনের কর্মীদের জেল-জুলুম নতুন কিছু নয়।’
‘আমাদের পাওনা এ ছোট ছোট খেদমতের বদলে আল্লাহ তায়ালা যেন দ্বীন কায়েম করে দেন আমরা এ কামনা করছি আল্লাহর দরবারে।’
তিনি বলেন, ‘আল্লামা লুৎফুর রহমান ছিলেন দ্বীনের ফেরিওয়ালা। তিনি দেশ, দুনিয়াব্যাপী দ্বীনের দাওয়াত দিয়ে বেড়িয়েছেন। ফেরিওয়ালা ফেরি করে বেড়ায় – তার বাড়িতে কখনো ভবন উঠে না, তেমনি আল্লামা লুৎফুর রহমানের বাড়িতে একটা ভবন পর্যন্ত উঠেনি।’
‘তার মতো নেতার অভাব পূরণ হওয়ার মতো নয়, আল্লাহ চাইলে পারবেন।’
তিনি দ্বীনের পথে এগিয়ে আসার জন্য তার সন্তানদের ও এলাকার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি জেল থেকে বেরিয়ে এ এলাকায় ছুটে এসেছি মরহুমের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য।’
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম বলেন, ‘এ জমিন কোনো অপশক্তির নয়, এ জমিন ইসলামের। শহীদেরা আমাদের আধ্যাত্মিক নেতা, তারা আমাদের প্রেরণা। তাদের রেখে যাওয়া দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর।’
Leave a Reply