প্রায় দুইযুগ পর প্রকাশ্য সমাবেশ

আমীরে জামায়াত প্রথমবার বগুড়ায় আসছেন আগামীকাল

স্টাফ রিপোর্টার:
    সময় : শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
  • ৯৪ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা: শফিকুর রহমান আগামীকাল শনিবার বগুড়া সফরে আসছেন। দুপুর ২টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া শহর ও জেলা শাখা আয়োজিত বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষন দিবেন।

সমাবেশে বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

এর আগে সকালে একই ভেন্যুতে শহর ও জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমীরে জামায়াত।
দীর্ঘ প্রায় দুই যুগ পর এই খেলার মাঠে প্রকাশ্য সমাবেশ করছে জামায়াত।

২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বেগম খালেদা জিয়ার ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর নির্বাচনী জনসভা হয়েছিল এই মাঠে। তৎকালীন আমীরে জামায়াত ভাষা সৈনিক গোলাম আযম এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সেই জনসভায় ভাষন দিয়েছিলেন। এরপর এই মাঠে আর কোন প্রকাশ্য সমাবেশ করতে পারেনি জামায়াত। ফলে এবারের সমাবেশকে ঘিরে সারা জেলায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

বিশেষ করে গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর দলমত নির্বিশেষে সকল মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন ডা: শফিকুর রহমান। তাঁকে একনজর দেখার জন্য সবার মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া জামায়াত-শিবিরের নেতাকর্মিদের মাঝেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জামায়াত-শিবিরের নেতাকর্মিরা সমাবেশ সফল করতে দিনরাত পরিশ্রম করছেন।

আজ শুক্রবার বিকেলে জামায়াতে কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের টীম সদস্য মাওলানা আব্দুর রহীম, অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া পশ্চিম জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক, বগুড়া পূর্ব জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ, বগুড়া পশ্চিম জেলা সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়ায় আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের প্রথম সমাবেশ এটি। এজন্য সমাবেশকে সর্বাত্মকভাবে আকর্ষনীয় ও সফল করতে সম্ভব সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com