আদমদীঘিতে প্রতিবন্ধী ভিক্ষুককে ঢেউটিন ও আর্থিক সহায়তা দিলেন ইউএনও

ফিরোজ হোসেন, সান্তাহার (বগুড়া) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪, ১:১৯ অপরাহ্ণ
  • ১৭৮ Time View

বগুড়ার আদমদীঘিতে লুৎফর রহমান নামের এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ তাকে দুই ব্যান্ডেল ঢেউটিন ও ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা হিসেবে তিন হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আলী, ইউপি সদস্য নাজিম উদ্দীন ও সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমূখ। শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক লুৎফর রহমান জানান, ‘আমার দুই পা অচল। আমি ভিক্ষা করে সংসার চালাই। আমার ঘরের প্রয়োজন ছিল। বিষয়টি ইউপি সদস্য নাজিম উদ্দীনকে জানালে তিনি আমার কস্টের কথাগুলো ইউএনও স্যারকে জানান। এরপর আমাকে তিনি উপজেলায় ডেকে দুই ব্যান্ডেল ঢেউটিন ও ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা হিসেবে তিন হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন। আমি এসব পেয়ে অত্যন্ত খুশি হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com