বগুড়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলায় সর্বোচ্চ ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। গত ২৬ এপ্রিল বগুড়ায় দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এর আগে ১৯৮৯ সালে ইতিহাসে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ। তিনি জানান, বগুড়ায় মঙ্গলবার ৪১ দশমিক ০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বগুড়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তিনি আরও জানান, এ তীব্র গরম চলমান থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।
এদিকে, তীব্র তাপদাহের কারনে প্রতিদিনই গরমের তীব্রতা বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। ফলে এই তাপদাহে মানুষের জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে। দ্রুত বৃষ্টি না হলে মানুষের পাশাপাশি পশু-পাখিতেরও বেঁচে থাকা কঠিন হয়ে পড়তে পারে।
Leave a Reply