বৃহষ্পতিবার (৭ই মার্চ) আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে ফুড ফেয়ার ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আলম।
বরেণ্য অতিথি হিসাবে উস্থিত ছিলেন আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সরকার, আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার পরিচালক মোঃ সেলিম রেজা। সভাপতিত্ত্ব করেন আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার অধ্যক্ষ মোঃ মনজুর হোসেন।
স্বাস্থ্য সম্মত, পুষ্টিকর ও সুস্বাদু খাবারের রকমারি আয়োজনে বেশ জমে উঠেছে ফুড ফেয়ার। অনুষ্ঠানে এসে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে খাবারের স্বাদ নেন অতিথিরা।
ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ফুড ফেয়ারে মোট ৬ টি স্টল ছিল। স্টলগুলো হলো- যথাক্রমে ভিটামিনস (বিএসসি ইন নার্সিং ৩য় ও ৪র্থ বর্ষ), প্রোটিন (বিএসসি ইন নার্সিং ২য় বর্ষ), কার্বোহাইড্রেট (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ২য় বর্ষ), ফ্যাট (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ৩য় বর্ষ), ম্যানারেলস এন্ড ওয়াটার (ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ২য় ও ৩য় বর্ষ), ট্রেডিশনাল ফুড (বিএসসি ইন নার্সিং ১ম, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ১ম এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ১ম বর্ষ।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ সুশান্ত কুমার সরকার, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ সামির হোসেন মিশু, বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ আরশে আরা বেগম , বগুড়া নার্সিং এন্ড মিডওয়াইফারী কলেজের নার্সিং ইন্সট্রাক্টর (ইনচার্জ) মোছাঃ আলেয়া খাতুন, আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার পরিচালনা পরিষদ সদস্য মোঃ শামিম রেজা ও মোঃ জুলফিকার আলী বাবু সহ সকল শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আমন্ত্রিত অতিথি সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ বলেন, ‘আইডিয়াল নার্সিং কলেজের এমন চমৎকার একটি আয়োজন করেছে দেখেই ভালো লাগলো। শিক্ষার্থীদের নিজেদের তৈরি করা প্রায় সবগুলো খাবার মান সম্মত এবং সুস্বাদু। আমি আয়োজনের সাথে যুক্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়া’র পরিচালক মোঃ সেলিম রেজা বলেন, ‘আজকে যারা নার্স হিসেবে গড়ে উঠছে তারাই একদিন দেশের স্বাস্থ্যসেবায় নিজেকে উৎসর্গ করবে। এজন্য তাদেরকে মান সম্মত, পুষ্টিকর খাবারের সাথে পরিচিত করা এবং খাবারের বিষয়ে আরও সচেতন করতেই ফুড ফেয়ার আয়োজন করা হয়েছে। ফেয়ারে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের খাবারের পুষ্টিমান এবং স্বাদে আমরা অত্যন্ত খুশি। এরা একদিন দেশের স্বাস্থ্যসেবায় বড় অবদান রাখবে বলে আমি মনে করি।’
Leave a Reply