আইএফআইসি ব্যাংক পিএলসি, নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ উপশাখার উদ্যোগে বুধবার মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংক পিএলসি, শ্যামগঞ্জ উপশাখার ইনচার্জ মো নাজমুল শাহাদতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ট্রানজেকশন সার্ভিস অফিসার মোঃ আল হাফিজ, শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা (মানিক), বিশিষ্ট ব্যবসায়ী রুহুল কাদের পিন্টু, আব্দুল কুদ্দুস তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে আইএফআইসি ব্যাংক পিএলসি বিরাট অবদান রাখছে। বিশেষ করে শ্যামগঞ্জ এলাকার ব্যবসা-বানিজ্যের প্রসারে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তাগণ দেশ ও দেশের মানুষের কল্যাণে আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রা বেগবান করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply