অনির্বাচিত সরকার কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : হামিদুর রহমান আযাদ

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ণ
  • ২১৮ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, “কর্তৃত্ববাদী সরকার দেশের জনগণের ভোটাধিকার হরণ করে ডামি ও ফেক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। অনির্বাচিত সরকার কখনোই আত্ম-মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সরকার শিক্ষা-সংস্কৃতিসহ সকল সেক্টরে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রতিবেশী রাষ্ট্রের নির্দেশনায় নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদী দর্শন এবং ইসলামী মূল্যবোধ বিরোধী সিলেবাস দিয়ে মুসলিম উম্মাহর তাহযীব-তামাদ্দুন ধ্বংস করে দিচ্ছে। দুর্নীতি, দুঃশাসন, বিদেশে অর্থ পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নাগরিক জীবন দুর্বিষহ করে তুলেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম সংকটে। এমতাবস্থায় ইস্যুভিত্তিক আন্দোলনে জামায়াতের রুকনসহ আপামর জনসাধারণকে সাথে নিয়ে আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে এবং অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় শপথের জনশক্তি রুকনদের ঈমানের দাবীতে জান ও মালের কুরবানী পেশ করতে হবে। জামায়াতে ইসলামীর রুকনদের নিয়মিত কুরআন ও হাদীস অধ্যয়ন করতে হবে। ইলম ও আমলের দিক দিয়ে গ্রহণযোগ্যতার মানদণ্ডে উন্নীত হতে হবে।”

জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি, সোমবার, বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার সাবেক আমীর, চিরির বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক প্রমুখ।

বিশেষ অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, “গত ১৫ বছর অনির্বাচিত সরকারের জুলুম-নির্যাতন নিপীড়নে জামায়াতের ১১ জন শীর্ষনেতাসহ ৩ শতাধিক নেতাকর্মীর শাহাদাত বরণ এবং লক্ষাধিক নেতাকর্মীর কারাবরণ সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিঃশেষ করা সম্ভব হয়নি এবং আদৌ সম্ভব হবে না বরং এ জমিনে দীনের বিজয় হবেই ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com