তানজিদ হাসান তামিমের ৫১ বলে ৭০ রানে ভর করে ঢাকার বিপক্ষে ৬ উইকেটে ১৫৯ রান করেছে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স। তামিম ১টি চার ও ৬টি ছক্কায় এই রান করেন। টম ব্রুশ করেন ৪৮ রান। ঢাকার পক্ষে শরিফুল এবং তাসকিন ২টি করে উইকেট নিয়েছেন।
১৬০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দূর্দান্ত ঢাকার। দলীয় ৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে ঢাকা। ঢাকার উইকেট ২টি নিয়েছেন চট্রগ্রামের দ লনেতা সুভাগতহোম। ৭ ওভার শেষে ঢাকার রান ২ উইকেটে ৩৭।
Leave a Reply