আজ মঙ্গলবার বিকাল ৫টায় মুয়াদ আঙ্গিনার স্বত্তাধিকারী আখতারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে কালি মন্দির মোড় জলেশ্বরীতলা বগুড়ায় আভিজাত্যের ছোঁয়া শ্লোগান নিয়ে তৈরি পোকাষাকের শোরুম মুয়াদ আঙ্গিনা উদ্বোধন হয়।
উক্ত শোরুম উদ্বোধন করেন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার,
মুয়াদের বি.ডিম.এম শাকিল আহম্মেদ মন্ডল, মুয়াদের এরিয়া ম্যানেজার জামাল হোসেন, আই.এফ.আই.সি ব্যাংক বগুড়া শাখা ব্যবস্থাপক তাজমিলুর রহমান ও ব্যবসায়ী আমিনুল ইসলাম।
Leave a Reply