পেসার তানজিম হাসান সাকিবেরভয়ংকার বোলিং তোপে একে একে লংকান ৩ ব্যাটার সাজঘরে ফিরেছেন। সাকিবের বিধ্বংসী স্পেলের কল্যাণে দূর্বার গতিতে ছুটতে থাকা লংকানদের আটকাতে সক্শ হয়েছে বাংলোদেশ।
শুরুটা বেশ ভালো হয় লঙ্কানদের। আভিস্কা ফার্নান্দে আর পাথুম নিশানকা ভয়ের কারণ হয়ে উঠেন টাইগার বোলারদের। বলের সাথে পাল্লা দিয়ে বাড়াতে থাকেন রান। প্রথম ৯ ওভারে আসে ৬৮ রান।
পাওয়ার প্লের শেষ ওভারে এসে এই জুটি ভাঙেন সাকিব। ৯.৫ ওভারে ৩৩ বলে ৩৩ রান করে মুশফিককে ক্যাচ দেন আভিষ্কা। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টেকেননি নিশানকাও। পরের ওভারে এসে সাকিব ফেরান তাকেও, আউট হবার আগে ২৮ বলে ৩৬ রান করেন নিশানকা।
তিনে নামা সাদিরা সামারাবিক্রমাকে থিতু হতে দেননি সাকিব। ১৪তম ওভারে এসে তাকেও তুলে নেন এই পেসার। ৫ বলে ৩ রান আসে তার ব্যাটে। ১৪ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৮৮। মাঠে অধিনায়ক কুশল মেন্ডিসের সাথে আছেন আসালাঙ্কা।
Leave a Reply