বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে সান্তাহার পৌর শহরের ডাক বাংলো শহীদ মিনারের বেদীতে পৌর শহরের ঐতিহ্যবাহী বশিপুর লকু পশ্চিম কলোনী ফোর এইচ ক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বশিপুর লকু পশ্চিম কলোনীর ফোর এইচ ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম আইসি, সাধারন সম্পাদক রাসেল পারভেজ ডল, রানা, জাহিদ, নাছিম, মুন্না, ইলিয়াস, বাবুল, ফেরদৌস, রিপন, রনি প্রমূখ।
Leave a Reply