হৃদয়-রিয়াদের ব্যাটে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:
    সময় : রবিবার, মে ৫, ২০২৪, ৪:১৬ অপরাহ্ণ
  • ১২৪ Time View

আবারও তাওহিদ হৃদয়ের ব্যাটে ভর করে জয়ের দেখা পেলো বাংলাদেশ। তবে, আজ হৃদয়ে সঙ্গী দলের সিনিয়র পার্টনার মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজে ৬ উইকেটের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

জিম্বাবুয়ের ছুঁদে দেয়া ১৩৯ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমেও বাংলোদেশের ব্যাটিং আশানুরুপ ছিলোনা।

৪১ রানের ওপেনার তানজিদ তামিম ব্যক্তিগত ১৮ রানে আউট হলে ছন্দ পতন ঘটে। এরপর দ্রুত সাজঘরে ফেরেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। দলীয় ৬১ রানের মাথায় ১৫ বলে ১৬ রান করে ফেরেন তিনি। মাত্র এক রান পর ২৩ রান করে আউটর হন লিটন দাস। দলীয় ৯৩ রানে জাকের আলী অনিক ১৩ রানে সাজঘরে ফিরলে চাপের পড়ে বাংলোদেশ।

এই অবস্থা থেকে দলকে বিজয়ের বন্দরে পৌঁছে দেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও তরুণ তুকী তাওহিদ হৃদয়। ৪৯ রানের জুটি গড়ে দলের জয় সহজ করেন তারা।

শেষ পর্যন্ত হৃদয় ৩ টি চার ও দুই ছক্কায় করেন হার না মানা ৩৭ রান। রিয়াদ ১৬ বল খেলে ২টি চার একটি ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের লুক জঙ্গি ২টি উইকেট লাভ করেন। তাওহিদ হৃদয় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-০ তে এগিয়ে গেল। সিরিজের ৩য় ম্যাচ ৭ মে চট্রগ্রামে। ম্যাচটির শুরু হবে বিকেল ৩টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com