সিংড়ায় খাল দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে ইউএনও, আ.লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
    সময় : রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ
  • ১৭২ Time View

নাটোরের সিংড়ায় বিএডিসির ৭ কিলোমিটার দখলমুক্ত করতে গিয়ে উপজেলা নির্বাহী ও মৎস্য কর্মকর্তা বাধার মুখে পড়েছেন। বাধা দেওয়ায় ৪ জনকে গ্রেফতার করে পরে খাল দখল মুক্ত করে ভ্রাম্যমান আদালত।

এসময় খাল দখলের অপরাধে ডাহিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আন্ডু, ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন বেগসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার অন্যরা হলেন রহিদুল ইসলাম ও খান মাহমুদ সরদার।

জানা যায়, শনিবার দিনব্যাপী অভিযানে ডাহিয়া ডুবন্ত ব্রিজ থেকে সোনাপাতিল পর্যন্ত খালের ৭ কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন।

উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন ও সিংড়া থানা পুলিশ।

সিংড়া থানার ওসি আবুল কালাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি খাল দখল ও শুকিয়ে মাছ শিকার এবং সরকারি কাজে বাঁধা প্রদানে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com