সাপাহারে তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

 আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪, ৬:১৩ পূর্বাহ্ণ
  • ১৩৮ Time View

দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে তীব্র তাপদাহ চলছে দেশজুড়ে। এতে করে গরমে হাসফাস অবস্থা মানুষের। চলমান তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে নওগাঁর সাপাহারে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় সাপাহার মুক্ত স্কাউট এবং বসুনন্ধারা শুভ সংঘের উদ্যোগে ৫ শতাধিক তৃষ্ণার্ত দিনমজুর, রিক্সা-ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি সাংবাদিক তছলিম উদ্দীন বলেন, বসুনন্ধারা শুভ সংঘ সব সময় ভালো কাজে সাবার পাশে থেকে কাজ করে আসছে। এরইধারাবাহিকতায় তীব্র তাপদাহে ৫ শতাধিক তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান হোসেন, মন্ডল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: শামসুল আলম শাহ্ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি আকবর আলী, মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাইমা পারভিন, কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি মনোয়ারুল হক, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com