দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে তীব্র তাপদাহ চলছে দেশজুড়ে। এতে করে গরমে হাসফাস অবস্থা মানুষের। চলমান তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে নওগাঁর সাপাহারে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় সাপাহার মুক্ত স্কাউট এবং বসুনন্ধারা শুভ সংঘের উদ্যোগে ৫ শতাধিক তৃষ্ণার্ত দিনমজুর, রিক্সা-ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি সাংবাদিক তছলিম উদ্দীন বলেন, বসুনন্ধারা শুভ সংঘ সব সময় ভালো কাজে সাবার পাশে থেকে কাজ করে আসছে। এরইধারাবাহিকতায় তীব্র তাপদাহে ৫ শতাধিক তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান হোসেন, মন্ডল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: শামসুল আলম শাহ্ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি আকবর আলী, মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাইমা পারভিন, কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি মনোয়ারুল হক, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply