সাংবাদিক ইউনিয়ন বগুড়া (রেজি: নং ৩০০৯) এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে গনেশ দাস এবং সাধারন সম্পাদক পদে এস এম আবু সাঈদ নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে গনেশ দাস (আজকের পত্রিকা) পেয়েছেন ৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমী আক্তার (দৈনিক মহাস্থান) পেয়েছেন ২৭ ভোট।
সাধারন সম্পাদক পদে এস এম আবু সাঈদ (দীপ্ত টেলিভিশন) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আব্দুস সাত্তার (৫৪), নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আহম্মেদ মিলন (৩৯), যুগ্ম-সাধারন সম্পাদক পদে মোঃ আব্দুল ওয়াদুদ ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী টি এম মামুন পেয়েছেন ৪২ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ পদে ফেরদৌসুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে ৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন শামীম আহম্মেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম উদ্দিন পেয়েছেন ১১ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম পেয়েছেন ৩৪ ভোট। নির্বাচনে মোট ১০৫ জন ভোটারের মধ্যে ৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
শনিবার সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহন করা হয়। গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষনা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জহুরুল ইসলাম ও মোস্তফা মোঘল, প্রিজাইডিং অফিসার আমিনুর রহমান কোয়েল এবং শ্রম অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply