ট্রাফিক পুলিশে ঢাকায় কর্মরত দুপচাঁচিয়ার মওলা বখশ সরকার (৫৩) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ১৭ফেব্রুয়ারি শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত মওলা বখশ দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৮ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
নিহতের ছোট ভাই নবিউল ইসলাম জানান, তার ভাই মওলা বখশ ঢাকার গাবতলীতে ট্রাফিক পুলিশ হিসাবে কর্মরত ছিলেন।
গত ১৩ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটায় গাবতলীতে কর্তব্যরত অবস্থায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। দ্রুত তার সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গত ১৭ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা ৪৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বেলা ১১টায় তার গ্রামের বাড়ি নলঘড়িয়ায় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
Leave a Reply